এস আলমের বাসের চাকায় পা হারানো অগ্ররাজকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

চট্টগ্রামে এস আলম পরিবহনের বাসের ধাক্কায় পা হারানো পাঁচ বছরের শিশু অগ্ররাজ শিকদারকে ক্ষতিপূরণ হিসেবে কেন ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

চট্টগ্রামে এস আলম পরিবহনের বাসের ধাক্কায় পা হারানো পাঁচ বছরের শিশু অগ্ররাজ শিকদারকে ক্ষতিপূরণ হিসেবে কেন ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, এস আলম বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আব্দুর শুক্কুরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ক্ষতিপূরণের জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রুল জারি করেন বলে জানান তার আইনজীবী তুষার রায়।

তিনি জানান, রূপন শিকদার ও জয়ন্তী দে পূর্ণিমার ছেলে অগ্ররাজ শিকদার ও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী এলাকার নাপোড়া বাজারের স্কুল থেকে বাড়ি ফিরছিল। মহাসড়কে এস আলম বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় তার বাম পা উরু থেকে কেটে ফেলতে হয় এবং অন্য পায়েও গুরুতর আঘাত লাগে।

এই ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আইনজীবী তুষার বলেন, আত্মীয়দের অর্থ সহায়তায় আগ্ররাজের চিকিৎসা চলেছে। সে এখন আর হাঁটতে পারে না।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

 

Comments