স্বেচ্ছাসেবক লীগে পদ পেয়ে ছাড়লেন সরকারি চাকরি

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়ে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে আবেদন করেছেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুমন রহমান।
সুমন রহমান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়ে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে আবেদন করেছেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুমন রহমান।

গতকাল বুধবার তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন বলে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত অবস্থায় গত সোমবার জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুমন সাধারণ সম্পাদক পদ পান।

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার রাকিবুল হাসান স্টারকে বলেন, 'সুমন চাকরি থেকে ইস্তফা দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। ১ জুলাই থেকে তিনি অবসরের আবেদন করেন।'

তিনি জানান, চাকরির বিধিমালা অনুযায়ী চাকরি ছাড়ার এক মাস আগে অব্যাহতির আবেদন দিতে হয়। এক মাস সময় হাতে না থাকায় সুমনকে এক মাসের বেতন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাকিবুল হাসান আরও জানান, সুমন এক মাসের বেতনের টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন এবং ইতোমধ্যে তার আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে সুমন রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments