শাহবাগ থানার বাইরে পরিত্যক্ত বাসে আগুন

শাহবাগ থানা
শাহবাগ থানা। ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানার বাইরে পরিত্যক্ত একটি বাসে আগুন লেগেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে থানার বাইরে থাকা বাসটিতে আগুন দেখতে পায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। 

শাহবাগ থানার ডিউটি অফিসার তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

থানার উপপরিদর্শক নীলকমল ডেইলি স্টারকে বলেন, 'থানার সামনে পরিত্যক্ত অবস্থায় বাসটি পড়েছিল। কীভাবে এতে আগুন লেগেছে, বা কেউ আগুন দিয়েছে কি না, এখনো জানা যায়নি।'

সেখানে আরও অনেক পরিত্যক্ত জিনিসপত্র ছিল এবং এসবের মধ্যে শুধু বাসটিতেই আগুন লেগেছে বলে জানান তিনি। তবে, বাসটি থানার সামনে কতদিন ধরে পড়েছিল, তা জানাতে পারেননি তিনি।

 

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trial of Awami League: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

8m ago