পাবনায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

শুক্রবার দুপুরের পর মিছিলের প্রস্তুতি নেওয়ার জন্য দুই গ্রুপের লোকজন বেড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পাবনা
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় টাকা নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরের পর বেড়ার সানিলা ও সাঁথিয়ার করমজা এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল হাসান বলেন, বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান ময়ছারের সঙ্গে সাঁথিয়ার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কালু মল্লিকের দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার কালু মল্লিকের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

শুক্রবার দুপুরের পর মিছিলের প্রস্তুতি নেওয়ার জন্য দুই গ্রুপের লোকজন বেড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

Comments