গাবতলীতে সিটি ও হেমায়েতপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গাবতলী
গাবতলী বাস টার্মিনাল। স্টার ফাইল ফটো

ভবিষ্যতে গাবতলী বাস টার্মিনালকে সিটি বাস টার্মিনাল এবং হেমায়েতপুরে আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের একটি লিখিত নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার জাতীয় সংসদে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।

নোটিশে মাইনুল হোসেন খান নিখিল বলেন, গাবতলী বাস টার্মিনালটি আধুনিকায়ন অত্যন্ত জরুরি। বর্তমানে সেখানে নিয়মতান্ত্রিক পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। 

লিখিত বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'গাবতলী বাস টার্মিনালটি যে স্থানে অবস্থিত সেখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন জাতীয় গুরুত্বপূর্ণ ফাস্ট ট্র্যাকভুক্ত ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটে গাবতলী পাতাল মেট্রোরেল স্টেশন নির্মাণ করা হবে।'

'এ জন্য বর্তমান অবস্থান থেকে গাবতলী বাস টার্মিনালকে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হবে। এ জন্য টার্মিনালের দক্ষিণ পাশে ১২ দশমিক ৮০ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে,' বলেন তিনি।

মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, 'নতুন অস্থায়ী টার্মিনাল ৬৪০০ বর্গমিটারের হবে। সেইসঙ্গে ২৬০টি গাড়ি রাখার জন্য ডিপো নির্মাণ করা হবে।'

তিনি বলেন, 'গাবতলী বাস টার্মিনালকে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে। ভবিষ্যতে গাবতলী বাস টার্মিনালকে সিটি বাস টার্মিনাল করা হবে এবং হেমায়েতপুরে আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

9h ago