কোটা আন্দোলন

চট্টগ্রামে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কাজীর দেউরিতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় মিছিল শুরু হয়।

শিক্ষার্থীদের মিছিল প্রবর্তক মোড়, চকবাজার, জামালখান, কাজীর দেউরি, লালখান বাজার, টাইগারপাস, জিইসিসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।

এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ২ নম্বর গেটে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থী মো. আরেফিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago