চট্টগ্রামে ৪ বিএনপি নেতার বাসায় ভাঙচুর, আগুন

শাহাদাত হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ছবি: রাজীব রায়হান/স্টার

শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসায় হামলার পর বন্দরনগরীতে চার বিএনপি নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।  

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা চালানো হয়েছে। বাদশা মিয়া রোডে শাহাদাত হোসেনের অ্যাপার্টমেন্টের গাড়ি পার্কিংয়ে প্রায় ২০০ লোক ইট-পাথর ছোড়ে। তারা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পার্কিংয়ে থাকা আরও আটটি গাড়ি ভাঙচুর করে।

আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনের সামনে। ছবি: রাজীব রায়হান/স্টার

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের লোকজন নগরীর মেহেদীবাগ এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনও ভাঙচুর করে। এরপর পাঁচলাইশ আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর শুরু করে আওয়ামী লীগের লোকেরা।'

রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায়ও হামলা হয়।

এসব হামলার বিষয়ে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

8h ago