পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান

ওয়াসা এমডি তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন।

বুধবার ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

ওয়াসা সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অপারগতার কারণ হিসেবে তাকসিম স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসা চেয়ারম্যান অধ্যাপক ডা. সুজিত কুমার বালা প্রশ্ন শুনে কল কেটে দেন। এরপর অনেকবার চেষ্টা করার হলেও তিনি আর কল রিসিভ করেননি।

তাকসিম এ খান ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রথম দায়িত্ব পান। এরপর থেকে তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের আগস্টে তার মেয়াদ সপ্তমবারের মতো বৃদ্ধি করা হয়

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর নিজ কার্যালয়ে আর যাননি তাকসিম এ খান।

 

Comments

The Daily Star  | English
NSC shop rent scam in Dhaka stadiums

Shop rent Tk 3 lakh, but govt gets just Tk 22,000

A probe has found massive irregularities in the rental of shops at nine markets of the National Sports Council (NSC), including a case where the government receives as little as Tk 22,000 in monthly rent while as much as Tk 3 lakh is being collected from the tenant. 

18h ago