বাড়ছে উজানের পানির চাপ, ৪ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের গেট

কাপ্তাই লেক থেকে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
কাপ্তাই হ্রদ থেকে ছাড়া হচ্ছে পানি। স্টার ফাইল ফটো

দিনকে দিন উজানের পানির চাপ বাড়ছে কাপ্তাই হ্রদে। সেই কারণে আজ সোমবার দুপুর ৩টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে চার ফুট করে খুলে দেওয়া হয়েছে।

এতে কাপ্তাই লেক থেকে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি জানান, আজকে সকাল ১১টা পর্যন্ত বাঁধের ১৬টি গেট ৪২ ইঞ্চি করে পর্যন্ত খোলা ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দিনকে দিন বাড়ছে। এ কারণে বাঁধের স্পিলওয়েগুলো বেশি পরিমাণে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার দুপুর ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৮ দশমিক ৭২ ফুট মিনস সি লেভেল পানি রয়েছে। হ্রদে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে দৈনিক সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

Comments