ঢাকা মেডিকেলে কাল থেকে ‘সীমিত আকারে’ আউটডোর-ইনডোর সেবা

ঢাকা মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগামীকাল মঙ্গলবার থেকে 'সীমিত আকারে' ইনডোর ও আউটডোর সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।

আজ সোমবার বিকেলে ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ এ কথা জানান।

তিনি বলেন, 'আগামীকাল থেকে সকাল ১০টা-দুপুর ১টা আউটডোর সেবা চালু থাকবে এবং সীমিত আকারে ইনডোর সেবা চালু থাকবে।'

সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।

পরে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গতকাল রাত থেকে জরুরি বিভাগের সেবা 'শর্তসাপেক্ষে' চালু রাখার সিদ্ধান্তের কথা জানান চিকিৎসকরা।

আজ সংবাদ সম্মেলনে দুটি দাবি উত্থাপন করেন চিকিৎসকরা। আব্দুল আহাদ বলেন, 'দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করে স্বাস্থ্য পুলিশ চালু করতে হবে।'

এই দুই দাবি আদায়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

10h ago