শাজাহান খান ও নূর-ই-আলম চৌধুরীকে দুদকে তলব

আগামীকাল বুধবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শাজাহান খান ও নূর-ই-আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগামীকাল বুধবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments