ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
শ্রমিকদের অবরোধের প্রায় ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের ভোগরা এলাকায় আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা।
পুলিশ পরিদর্শক আল মামুন জানান, শ্রমিকরা সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক থেকে চলে গেছে।
গাজীপুরের শিল্প পুলিশের পরিদর্শক বায়েজিদ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা জুলাই মাসের ২৬ দিনের বকেয়া বেতনের টাকা পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেছে।
উল্লেখ্য, বকেয়া দাবিতে ওই শ্রমিকরা গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয় মহাসড়কটি। কিন্তু ছয় ঘণ্টা পর আবার আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে।
Comments