মার্চ ফর ইউনিটি

১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত আবদুল্লাহ

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, 'আমাদের জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলেতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায়, মহল্লায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন যে তারা কী বলতে চায়।'

'আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে,' বলেন তিনি।

'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল। ছবি: প্রবীর দাশ/স্টার

বক্তব্যের শুরুতে গত ৩ আগস্টের এক দফা ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'এই শহীদ মিনার থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম। অনেকেই আমাদের এই অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। এজন্য সচিবালয়ে, পুলিশ বিভাগে ষড়যন্ত্র চলে।'  

'যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বলতে চাই, আপনারা রিয়েলিটি মেনে নেন। এই দেশে খুনি হাসিনার পুনর্বাসন হবে না। গত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার প্রতিটি রাজনৈতিক দলকে নির্যাতনের মধ্যে দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে,' যোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ডাকে মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। আপনাদের কাজটা কী? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে হবে।'

তিনি বলেন, 'যদি কোনো বিপ্লবীর ওপর আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়বভার নিতে হবে। আজ এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার অতি শিগগির নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, '৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।'

জুলাই অভ্যুত্থানে শহীদদের উদ্দেশে এক নীরবতা পালনের মধ্যে বিকেল সোয়া চারটায় শহীদ মিনারে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ায় নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শহীদ মিনারে গণজমায়েত করলেও আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করছে না।

Comments

The Daily Star  | English

Thousands gather to welcome Khaleda Zia at Dhaka airport

A heavy deployment of uniformed and plainclothes law enforcement personnel has been observed at key points since early today

13m ago