শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক

sheikh hasina
শেখ হাসিনা। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সদস্যদের তলব করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হাজির না হলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনাসহ তার দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের জন্য তলব করা হবে। তা না মানা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

4h ago