সাভারে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা, আ. লীগের হামলার অভিযোগ

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালনে পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার মহানগরীর সব থানা ও সব উপজেলায় ২ ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

এর অংশ হিসেবে সাভার থানা বিএনপি দুপুর ৩টার দিকে কলমা এলাকায় এই কর্মসূচি পালনে উদ্যোগী হয়।

থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সকাল থেকেই মহড়া দিতে থাকে। ৩টার দিকে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের নেতৃত্বে প্রায় শতাধিক লোক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।'

হামলায় বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে গোলাম মোস্তফা বলেন, 'আমার বাড়িতেও হামলা করেছে তারা।'

এ ছাড়া পুলিশের বাধায় নির্ধারিত জায়গায় কর্মসূচি পালন না করতে পারার অভিযোগ জানিয়ে গোলাম মোস্তফা আরও বলেন, 'পুলিশ আমাদের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে। একজন কর্মীকে তুলে নিয়েছে। আমরা নির্ধারিত জায়গায় কর্মসূচি পালন করতে পারিনি। পরে আমার বাড়িতে অবস্থান নিয়ে কোনোভাবে কর্মসূচি শেষ করি।'

অভিযোগের বিষয়ে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা বলেন, 'অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা এলাকায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।'

আর কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। 

দীপক বলেন, 'বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। কোনো নেতাকর্মীকে তুলেও আনা হয়নি।'

 

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

54m ago