বিএনপির ৯০ নেতাকর্মী আটক, ২০ পুলিশ আহত: ডিএমপি

গ্রেপ্তার অভিযান এখনো চলছে এবং আজকের জনদুর্ভোগের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নারী আসামির পলায়ন

রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে অন্তত ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসব স্থানে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের অন্তত ২০ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে আজ শনিবারের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি।

মো. ফারুক হোসেন বলেন, 'আমরা বিএনপিকে জানিয়েছিলাম যে তাদের অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। যেহেতু ডিএমপি তাদের অনুমতি দেয়নি, সেহেতু এই কর্মসূচি ছিল বেআইনি।'

তিনি বলেন, 'তারপরও তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, গাড়িতে আগুন দেয়, ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের ওপর হামলা করে।'

বিএনপির হামলায় ডিএমপির একজন যুগ্ম-কমিশনার, দুইজন কর্মকর্তাসহ অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, 'এ অবস্থায় তাদের থামাতে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং যারা গাড়ি ভাঙচুর করেছে তাদের সরিয়ে দেয়। এ সময়ও তারা পুলিশের ওপর হামলা করে।'

বিএনপি নেতাকর্মীরা পুলিশের প্রায় ৮-১০টি গাড়ি এবং ২০টি গণপরিবহনে ভাঙচুর চালায় বলে দাবি তার।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে বিএনপির প্রায় ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ডিসি ফারুক হোসেন।

গ্রেপ্তার অভিযান এখনো চলছে এবং আজকের জনদুর্ভোগের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।  

শনিবার সকাল থেকে রাজধানীর প্রবেশমুখ গাবতলী, উত্তরা, যাত্রাবাড়িতে অবস্থান নেয় বিএনপি। তাদের প্রতিহত করতে এসব স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবস্থান নেয়।

উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

Comments