দুপুরে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

সমাবেশের প্রস্তুতি চলছে। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করবে।

দুপুর দেড়টায় অনুষ্ঠেয় এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই পোস্টে বলা হয়, 'গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।'

রাজবাড়ী মাঠ এলাকা থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গতকাল রাত ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে বাড়িটি ঘিরে লোকজন জড়ো হন। তাদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, 'শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। হামলাকারীদের প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। লুটপাটে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়।'

Comments

The Daily Star  | English

India sends back 4 Bangladeshi trucks from Benapole

The trucks, carrying ready-made garments, were en route to Bhutan

1h ago