পদত্যাগের পর প্রকাশ্যে সম্পদের হিসাব দিলেন নাহিদ

নাহিদ ইসলাম। ছবি: ইব্রাহিম খলিল ইবু/ স্টার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিয়েছেন নাহিদ ইসলাম।

বুধবার রাত ১০টার দিকে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, 'উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।'

হিসাব দিয়ে তিনি লিখেছেন, 'উক্ত হিসাবে ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।'

পরিবারের সম্পদের বিষয়ে তিনি লেখেন, 'উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।'

এমনকি তিনি বাদ দেননি একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাবও। এ বিষয়ে লিখেছেন, 'আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে।'

তিনি আরও লিখেছেন, 'তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।'

এই স্ট্যাটাসে তিনি তার সোনালী ব্যাংকের স্টেটমেন্ট যুক্ত করে দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

28m ago