বিএনপি নেতা বরকতউল্লা বুলু বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি

বরকতউল্লা বুলু
বরকতউল্লা বুলু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় এই তথ্য জানান।

বার্তা থেকে জানা গেছে, গতকাল গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বরকতউল্লা বুলু। সেসময় তার বমি হয় এবং ব্লাড প্রেসার বেড়ে যায়। পরে রাতেই তাৎক্ষণিক তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তী আজ সকালে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

Comments