আগে বিচার-সংস্কার, তারপর নির্বাচন—বিএনপি এই কথা আর শুনতে চায় না: মঈন খান

আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

আগে বিচার-সংস্কার, তারপর নির্বাচন—বিএনপি এই কথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার সকাল ১১টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই—জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না।

'সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।'

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে। শহীদ জিয়া জীবন দিয়ে সততার আদর্শ রেখে গেছেন। আমরা যদি শৃঙ্খলা ও মূল্যবোধ ধরে না রাখি, তবে সেই আদর্শ ধরে রাখা যাবে না।

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মঈন খান বলেন, 'যত ষড়যন্ত্রই হোক না কেন, মানুষের আস্থা আমাদের ওপর আছে। সেই আস্থা ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না।'

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মামুন-অর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago