রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

হাটহাজারী বাসস্ট্যান্ড মোড় এলাকায় অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুরে মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে চলছে সড়ক অবরোধ।

আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন অবরোধকারীরা।

সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অবরোধ চলাকালে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, একে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কগুলোতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন অবরোধকারীরা।

অন্যদিকে চট্টগ্রামের প্রবেশ মুখগুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা।

নগরীর মুরাদপুর মোড়ে অবরোধ চলাকালে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অবরোধকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। অবরোধকারীরা বিভিন্ন পয়েন্ট থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে।

এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বার বার অনুরোধ করলেও তারা রাস্তা থেকে সরে যাননি। পুলিশ তাদের প্রায় এক ঘণ্টা সময় দিয়েছে। তারপরও না সরায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।'

আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়ে অবরোধ কর্মসূচি পালন করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয় সকাল ৯টা থেকে।

পাশাপাশি রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাটহাজারী সড়কের বড় দীঘির পাড়, চবির ১নং গেট, বাসস্ট্যান্ড কাঠির হাট এলাকায় অবরোধ চলছে। শান্তিপূর্ণ অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

8h ago