পিতার কাঁধে পুত্রের লাশের চেয়ে বেদনার আর কিছু নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'পিতার কাঁধে পুত্রের লাশ। এর চেয়ে বড় বেদনার আর যন্ত্রণার কিছু নেই। আজ আমাদের সামনে আমাদের ছেলে ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে। আরও ১৯ জন ঢাকায় ও বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।'

তিনি বলেন, 'আজকে আর কোনো রোদন নয়, আর কোনো ক্রন্দন নয়, এখন আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে।'

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজায় উপস্থিত হয়ে নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ৩৫ লাখ মামলার অবসান ঘটাতে হবে।'

আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটাতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে প্রয়োজন পুরো জাতির ঐক্যবদ্ধ আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণআন্দোলন সৃষ্টি করে আমাদের এই সন্তান আমাদের ভাই নুরে আলমের হত্যার প্রতিশোধ নেবো ইনশাল্লাহ।'

'আজকে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব,' যোগ করেন তিনি।

ভোলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজা গতকাল সন্ধ্যায় হওয়ার কথা থাকলেও ময়নাতদন্তসহ আনুষঙ্গিক কার্যক্রমের জন্য মরদেহ নেওয়া যায়নি নয়াপল্টনে। পরে আজ বেলা ১২টা ৪৫ মিনিটে মরদেহ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।

এ সময় মির্জা ফখরুল বলেন, 'এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই একদলীয় সরকার পাকাপোক্ত করতে ১৫ বছর ধরে আমাদের ৬০০ নেতা-কর্মীকে গুম করেছে, সহাস্রাধিক নেতা-কর্মীকে খুন করেছে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখের বেশি মামলা দিয়েছে।'

নুরে আলমের জানাজায় অংশ নিতে সকাল থেকে হাজারো নেতা-কর্মী নয়াপল্টনের সড়কে অবস্থান নেয়।

মরদেহ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ কফিনে প্রথমে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে দিয়ে এতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ডিএলের সাইফুদ্দিন মনি, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুতফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার পর নূরে আলমের কফিন বহনকারী অ্যাম্বুলেন্স ভোলার উদ্দেশে রওনা হয়।

'বিএনপির ৩ দিনের শোক'

মির্জা ফখরুল ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে বলেন, '৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত এই শোক পালন করতে সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে, কালো পতাকা উত্তোলন করা হবে। ৬ আগস্ট ছাত্রদল, ৭ আগস্ট কৃষকদল ও ৮ আগস্ট যুবদল সমাবেশ করবে।'

পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে জানান মহাসচিব।

এদিকে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরে আলম হত্যার প্রতিবাদে মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল এবং ৬ আগস্ট নয়াপল্টনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

At least 34 killed as Pakistan-India tensions intensify

26 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago