রাজনীতি

‘এদিকে মর্টার মারলে ওদিকেও যেন মর্টার যায়’

মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদিকে মর্টার মারলে ওদিকেও যেন মর্টার যায়।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদিকে মর্টার মারলে ওদিকেও যেন মর্টার যায়।

তিনি বলেন, 'মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান এমনিতে হবে না। মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান করতে হলে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য তার ওপর একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।'

'এই আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য হেড অব গভর্নমেন্টকে বিভিন্ন দেশে যেতে হবে এবং রোহিঙ্গা ইস্যুতে সম্পৃক্ত আছে ভারত ও চীন- এই দুটি দেশকে কনভিন্স করতে হবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো- শক্তি অর্জন করতে হবে, এদিকে মর্টার মারলে ওদিকেও যাতে মর্টার যায়। সে ব্যবস্থা অবশ্যই তাকে (হেড অব গভর্নমেন্ট) করতে হবে', বলেন তিনি।

আজ রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, 'আসল কথা হচ্ছে- একটা অনির্বাচিত সরকার দিয়ে এসব হয় না। যারা নির্বাচিত না, যাদের পিপলস সাপোর্ট নেই তাদের তো শক্তি থাকে না। এই সরকারের তো কোনো শক্তি নেই। সে টিকে আছে অন্যদের শক্তিতে। যে কারণে নিজের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার যে ভূমিকা নেওয়া প্রয়োজন সেই ভূমিকা সে নিতে পারে না।'

'ওই বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। একটা নতজানু পররাষ্ট্র নীতি, এটা ছাড়া সে টিকেও থাকবে না। সেজন্য ওটাই সে করে। এই ঘটনার যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিল, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল…। এটা সেকেন্ড টাইম হলো', যোগ করেন তিনি।

গত ১৪ দিনে সারাদেশে দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।'

তিনি বলেন, 'আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং সরে গিয়ে নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে। একইসঙ্গে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এ লক্ষ্যেই আমরা এগুচ্ছি।'

'আমাদের আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কর্মসূচি আছে সারাদেশে। এরপর আবার নতুন কর্মসূচি জানাব। এই আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত', বলেন তিনি।

গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে, বিশেষ করে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর ও ময়মনসিংহে দলীয় কর্মসূচি পালনের সময় ক্ষমতাসীন দল ও পুলিশি হামলায় হতাহত ও গ্রেপ্তার তালিকা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'সারাদেশে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ২ হাজারের অধিক নেতা-কর্মী। গ্রেপ্তারের সংখ্যা ২ শতাধিক।'

'সারাদেশে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে প্রায় ৪ হাজার ৮১ জনের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে এবং অজ্ঞাত আসামি প্রায় ২০ হাজার। সারাদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে ২০-২৫টি স্থানে ও বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে ৫০টি স্থানে', বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'কর্তৃত্ববাদী গণবিরোধী ফ্যাসিস্ট সরকার বিরোধীদলের নেতা-কর্মী ও সাধারণ মানুষদের হত্যা, গ্রেপ্তারের যে অপতৎপরতা অব্যাহত রেখেছে তা বন্ধের আহবান জানাচ্ছি। নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছি। হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে। সরকার যদি অশুভ তৎপরতা বন্ধ না করে তাহলে জনগণের ঐক্যের যে আন্দোলন শুরু হয়েছে, তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে।'

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগের তো... একটা কথা আছে না- দুরাত্মার ছলের অভাব নেই। আওয়ামী লীগের কোনো ছলের অভাব নেই। ওরা প্রতি মুহূর্তে ছল তৈরি করে এবং ছল তৈরি করে আন্দোলনকে বিপথে পরিচালিত করে, গণতন্ত্রকে ধ্বংস করে... এগুলো তাদের একটা কমন ব্যাপার।'

'আমি সবসময় বলি, আওয়ামী লীগের যে বডি কেমিস্ট্রি আছে, তা হলো সন্ত্রাস। সন্ত্রাসে তাদের জন্ম, সন্ত্রাস দিয়ে তারা রাজনীতি করে এবং সন্ত্রাস দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে', বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'সরকার মাঠে নেমে যে প্রতিরোধ গড়ে তুলেছে, যে প্রতিবাদ করছে, এতে বোঝা যায়- তাদের (সরকার) মাথা খারাপ হয়ে গেছে। আমি প্রতিবাদ করছি যেকোনো বিষয়ে। আপনি আমাকে গুলি করে দেবেন, এর থেকে মানবাধিকার লঙ্ঘন আর কী হতে পারে।'

তিনি বলেন, 'শাওন হত্যা মামলা আমরা আজ দায়ের করেছি। আমাদের দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিবের নেতৃত্বে ২২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা প্রত্যেক খুন-জখম-হত্যার বিরুদ্ধে অবশ্যই আইনি লড়াই চালিয়ে যাব। একদিকে রাজপথে আন্দোলন করছি। এটাকে আরও বেগবান করব।'

'রাজপথের আন্দোলনে অলরেডি জনগণ সম্পৃক্ত হচ্ছে- এটাতেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। জনসমুদ্র দেখে তারা ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে। এজন্য তারা পাল্টা ভয় দেখাতে শুরু করেছে', যোগ করেন তিনি।

বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন করে আন্দোলনকে বেগবান করার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা এখনো চলছে। আমরা আশা করি, অল্প সময়ের মধ্যে এটাকে চূড়ান্ত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব।'

Comments

The Daily Star  | English

Cyber Security Agency exists only in name

In December 2018, when the Digital Security Agency was formed under the Digital Security Act, it was hoped that the cybersecurity of important government sites with critical citizen data such as the Election Commission’s national identity database and the Office of the Registrar of Birth and Death  would be robust.

10h ago