চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পলোগ্রাউন্ড মাঠ।
পলোগ্রাউন্ড মাঠে জড়ো হওয়া নেতা-কর্মীরা। ছবি: স্টার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পলোগ্রাউন্ড মাঠ।

ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

মঞ্চে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ছবি: স্টার

পলোগ্রাউন্ড মাঠের আশপাশে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মীরা।  অনেকে কড়া রোদে মাঠের ভেতরে অবস্থান নিয়েছেন।

এদিকে সমাবেশে অংশ নেওয়ার পথে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় মিছিলে ককটেল বিস্ফোরটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে মিছিল সহকারে সমাবেশে যাওয়ার পথে তাদের ওপর হামলা করা হয় বলে জানিয়েছেন তারা। 

চট্টগ্রামের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শরিফ হায়দার শিপলু। 

তিনি বলেন, আমরা মিছিল সহকারে সমাবেশে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। হামলায় ৬-৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এবারের সমাবেশে মহানগর পলোগ্রাউন্ডে বহু সংখ্যক মানুষ জমায়েত হয়েছেন। সমাবেশের মূলমঞ্চের কাছে জায়গা না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পাশের সিআরবি, কাজীর দেউড়ি, লালখানবাজার ও কদমতলীতে জমায়েত হন। 

মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, এর আগে ২০১০ অনুষ্ঠিত সমাবেশের তুলনায় অনেক বেশি মানুষ এখানে সমবেত হয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, সরকারদলীয় লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করেছে বলে খবর পেয়েছি।

 

Comments