বাস বন্ধ, ঝিনাইদহ থেকে বিক্ষিপ্তভাবে খুলনা যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বাস বন্ধ থাকায় ঝিনাইদহ ট্রেন স্টেশনে অপেক্ষা করছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। ছবি: সংগৃহীত

খুলনায় আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এ অঞ্চলের ১৮ রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ অবস্থায় সমাবেশ সফল করতে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়া থেকে বিক্ষিপ্তভাবে নেতাকর্মীরা খুলনার উদ্দেশে যাচ্ছেন।

ঝিনাইদহের বিএনপি নেতারা দ্য ডেইলি স্টারকে জানান, ঝিনাইদহ থেকে ইতোমধ্যে মোটরসাইকেলে করে প্রায় ৬০০-৭০০ নেতাকর্মী যাত্রা শুরু করেছেন খুলনার উদ্দেশে। 

এছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার সমাবেশের আগ পর্যন্ত জেলার অন্তত ৬-৭ হাজার নেতাকর্মী খুলনা পৌঁছাবেন বলে তারা জানান।

বিএনপিকর্মী ইউনুস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশে যোগ দিতে যে কোনোভাবে আজ রাতে খুলনা যাব।'

এমনিভাবে পাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে আশা করছেন তারা।

গত সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের পথে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কর্মীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।'

ঝিনাইদহ জেলা  বিএনপির সভাপতি মো. আব্দুল মজীদ ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের বাধা না দেওয়া হলে ঝিনাইদহ থেকে প্রায় ১০ হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে পারতেন। কিন্তু সরকারের কূটকৌশলের কারণে তারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন।'

'আমাদের নেতাকর্মীদের অধিকাংশ ইতোমধ্যে ট্রাক, নসিমন, করিমন, মাইক্রোবাস, মোটরসাইকেল ও ট্রেনে করে খুলনায় পৌঁছে গেছে। বাকিরা আজ রাতে পৌঁছে যাবে। আমরা যে কোনোভাবে সমাবেশ সফল করব,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Trump to decide on US action in Israel-Iran conflict within 2 weeks

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago