সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।
জাফরুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

পরে দুপুর ২টায় বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা হবে। 

এরপর বাঁশখালীতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

জাফরুল ইসলাম চৌধুরী বাঁশখালী থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ছিলেন।

Comments