বিএনপির গণসমাবেশ কাল

ফরিদপুরে আ. লীগের প্রতিবাদ মিছিলের প্রস্তুতি

ফরিদপুরে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে সামনে রেখে আজ শুক্রবার প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল স্কয়ারে সমবেত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: স্টার

ফরিদপুরে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে সামনে রেখে আজ শুক্রবার প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল স্কয়ারে এসে সমবেত হতে শুরু করেছেন। সেখান থেকে তারা প্রতিবাদ মিছিল নিয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত ব্রাহ্ম সমাজ সড়কে এসে থামবেন। এরপর বক্তব্য রাখবেন নেতারা।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদ স্বরূপ এই মিছিল ও সমাবেশ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এই মিছিল ও সমাবেশে যোগ দিতে এখন পর্যন্ত প্রায় ৭-৮ হাজার নেতাকর্মী শেখ রাসেল স্কয়ার এসেছেন।'

তিনি বলেন, 'আমাদের মিছিল মূলত শান্তির বার্তা দেওয়ার জন্য। পাশাপাশি এটাও জানানো যে, ফরিদপুরে আমরাও আছি। তারা বিভাগীয় সমাবেশ বা রাষ্ট্রীয় সমাবেশ যা করার করুক। শান্তিপূর্ণ ও উস্কানিমূলক কিছু না হলেই ভালো। তবে উস্কানিমূলক কিংবা শান্তি বিঘ্নিত কোনো ঘটনা তারা ঘটালে আমরা ছাড় দেব না।'

Comments