বিএনপির সমাবেশস্থলের ২ কিমি আগে যানবাহন আটকে দিচ্ছে পুলিশ

ফরিদপুর শহরের কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হবে। এর মধ্যেই সমাবেশস্থলের ২ কিলোমিটার আগ থেকেই কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
সমাবেশস্থলের ২ কিলোমিটার আগে থেকেই গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। ছবি: স্টার

ফরিদপুর শহরের কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হবে। এর মধ্যেই সমাবেশস্থলের ২ কিলোমিটার আগ থেকেই কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের ২ কিলোমিটার এলাকাজুড়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে ২ কিলোমিটার পথ হেঁটেই সমাবেশস্থলে যাচ্ছেন নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে আশপাশের ১ কিলোমিটার এলাকা পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা অবস্থান করছেন।

বিএনপি নেতা-কর্মীরা জানান, বাস বন্ধ থাকায় ট্রাক, মাহেন্দ্রা, অটোরিকশা ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে তারা ফরিদপুরে পৌঁছান। কিন্তু, রাজবাড়ী রাস্তার মোড় থেকে পুলিশ আর কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না। পায়ে হেঁটেই তারা সমাবেশস্থলে যাচ্ছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সমাবেশস্থলের ২ কিলোমিটার আগ থেকেই পুলিশ যানবাহন আটকে দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের আসা বন্ধ করতে পুলিশ বা সরকার যত চেষ্টাই করুক না কেন, তারা সেটা পারবে না। ২ কিলোমিটার কেন, প্রয়োজনে আমাদের নেতা-কর্মীরা ৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে সমাবেশস্থলে আসবে। কোনো বাধাই মানুষের জোয়ার ঠেকাতে পারবে না।'

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশস্থলে যানবাহন প্রবেশ করতে দিলে ওই এলাকা পুরো বন্ধ হয়ে যাবে। তাই আমরা সমাবেশস্থলের ২ কিলোমিটার আগ থেকেই কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছি না।'

৩ চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কীভাবে তা নিয়ে নেতা-কর্মীরা ফরিদপুরে আসছেন, জানতে চাইলে তিনি বলেন, '৩ চাকার যানবাহনে নিয়ে কেউ আসলে আমরা সেই যানবাহন প্রবেশ করতে দিচ্ছি না।'

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

29m ago