পাচার ও খেলাপি ঋণের টাকা উদ্ধারে বিশেষ অভিযান চায় বাম জোট

পাচার ও খেলাপি ঋণের টাকা উদ্ধারে বিশেষ অভিযান চায় বাম জোট
বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ পক্ষের প্রথম দিনে ঢাকার পল্টন মোড়ে ঢাকা মহানগর বাম জোটের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

৪ লাখ কোটি পাচারের টাকা ও ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ পক্ষের প্রথম দিনে ঢাকার পল্টন মোড়ে ঢাকা মহানগর বাম জোটের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 'পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করলে আইএমএফ এর কাছ থেকে শর্তযুক্ত ঋণ এনে দেশ ও দেশের মানুষকে ঋণের জালে আবদ্ধ করার মতো ভুল সিদ্ধান্ত নিতে হবে না।'

সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ মাথাপিছু আয়ের কথা বলা হচ্ছে জানিয়ে সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান এবং মজুরি কমিশন গঠন ও জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি।

তিনি নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে বলেন, 'একজন রাষ্ট্রদূত পর্যন্ত রাতের ভোটের কথা প্রকাশ্যে বলেছেন।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী) এর ডা.জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী কমিউনিস্ট লীগের তৈমুর খান অপু, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেন আক্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া।

সমাবেশ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় বিক্ষোভ ও ২ ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা ঢাকায় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণ, যানযট দূর, নিম্ন আয়ের মানুষের কাছে ন্যয্যমূল্যে নিত্যপণ্য পৌঁছানোর দাবি জানান।

বক্তারা দুঃশাসন, দুর্নীতির অবসান ঘটিয়ে ব্যবস্থা বদলের সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিজয়নগর, তোপখানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

1h ago