নাশকতার মামলায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার আরও ২১

২ দিনে গ্রেপ্তার ৫২
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে দাবি করেছে সংগঠনের নেতারা৷ তারা বলেছেন, আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে 'গায়েবি' মামলায় তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে৷ এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়৷

গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ৭ থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মোট ১০টি মামলা করা হয়েছে৷ মামলাগুলোতে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদের ৭ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে৷

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদরে ৬ জন, আড়াইহাজারে ১ জন, রূপগঞ্জে ৫ জন, সিদ্ধিরগঞ্জে ৪ জন, সোনারগাঁ মডেল থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী মো. মহসিন, গাড়িচালক জুয়েল আহম্মেদ ও দেহরক্ষী লিটন মিয়া এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ গুলজার হোসেন, ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি আনিসুর রহমান, তারাবো পৌরসভার বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশিফ হক ওসমান, কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেনের নাম পাওয়া গেছে৷

জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, 'শুক্রবার রাত ৮টার দিকে চিটাগাং রোড হক সুপার মার্কেট এলাকা থেকে আমার ব্যক্তিগত সহকারী মহসিন, গাড়িচালক জুয়েল আহম্মেদ ও কর্মী লিটনকে ধরে নিয়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা জিডিও ছিল না৷ ওরা দলীয় কোনো পদেও নেই৷ এসব নিরীহ ব্যক্তিগত স্টাফদের গ্রেপ্তার খুবই দুঃখজনক৷'

তিনি আরও বলেন, 'আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে যাতে নেতা-কর্মীরা যেতে না পারে সেজন্য গায়েবি মামলা করে নির্বিচারে গ্রেপ্তার চলছে৷ বিরোধীমত দমনের পুরোনো কৌশল বেছে নিয়েছে সরকার৷'

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, 'নাশকতার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বিভিন্ন থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে৷'

 

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

2h ago