‘বিএনপি সমালোচনা করুক, আমরা উন্নয়ন করে জবাব দিবো’

বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে
ওবায়দুল কাদের। ফাইল ছবি: বাসস

'আমাদের অনেক কাজ সম্পন্ন হয়েছে। ওরা (বিএনপি) সমালোচনা করুক, আমরা কাজ করে, উন্নয়ন করে জবাব দিবো।'

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটি আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আজকে সকল ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সম্মেলন আরও বেগবান করবে সাধারণ মানুষকে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তি, এদের অপতৎপরতা আমাদেরকে রুখতে হবে।'

তিনি বলেন, 'বিএনপি বলছে রাষ্ট্র কাঠামো মেরামত করবে। শুনলে হাসি পায়। এই দেশের রাষ্ট্র কাঠামোকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল, সেই রাষ্ট্র কাঠামোকে তারা আবার মেরামত করবে? যার মেরামত করে শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়নশীল বাংলাদেশ করেছেন। তাদের কথা আসলে হাস্যকর। এ ধরনের উদ্ভট কথাবার্তা তারা বলছে।'

'পল্টনে সমাবেশ করবেই, ১০ তারিখে খালেদা জিয়া বিজয় মিছিল করবে, মিছিলের নেতৃত্ব দেবে, তারেক রহমান ডাক দেবে আন্দোলনের— এসব অনেক কথা আমরা শুনেছি। সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ না। শেষ পর্যন্ত গেলেন গোলাপবাগ গরুর হাটে। তাহলে কীভাবে এসব বলে?', যোগ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, 'বুদ্ধিজীবীদের ব্যাপারে বিএনপি বলে, বুদ্ধিজীবী হত্যার বিচার করবে এই সরকার হটিয়ে। এসব আজগুবি কথা। বিএনপি নেতাদের মাথা ঠিক নেই। যা চেয়েছিল সব স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে। এ জন্য তারা পাগলামি করুক, আমরা আমাদের কাজ করে যাবো। কাজের মাধ্যমে আমরা জবাব দিবো।'

কূটনৈতিকদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, 'তারা শিষ্টাচার লঙ্ঘন করছে। তারা শিষ্টাচার লঙ্ঘন করে একজনের বাড়িতেও গিয়েছে। সে ব্যক্তি নিখোঁজ, নাকি কোনো জঙ্গি গ্রুপে যোগ দিয়েছে, খোঁজ নেওয়া উচিৎ ছিল। এসব বন্ধ করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিএনপি খুনিদের দল, বিএনপি খুন-গুমের রাজনীতি করে। বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ পরাজয় জানে না, ওরাই পরাজিত শক্তি। ডিসেম্বর ও ১০ জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ জাতীয় জীবনে। ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু দেশে ফিরে এসেছিলেন। আল্লাহ ছাড়া আমরা কাওকে ভয় পাই না।'

এ সময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ বাহাউদ্দীন নাসিম, মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার কবির, অভ্যর্থনা উপ-কমিটি সদস্য সচিব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আক্তার, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তরের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

44m ago