জাপার সিদ্ধান্ত গ্রহণে জিএম কাদের থাকতে পারবেন কি না, আদেশ ১৫ জানুয়ারি

জাতীয় পার্টির (জাপা) সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জি এম কাদেরের ওপর দেওয়া আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশের বিরুদ্ধে আপিলের রায় আগামী ১৫ জানুয়ারি দেবেন আদালত।
জিএম কাদের
জি এম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জি এম কাদেরের ওপর দেওয়া আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশের বিরুদ্ধে আপিলের রায় আগামী ১৫ জানুয়ারি দেবেন আদালত।

আজ সোমবার আপিলের শুনানি শেষে ঢাকা জেলা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ তারিখ নির্ধারণ করেন।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানির পর গত ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালত।

পরে জি এম কাদেরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন ১৬ নভেম্বর নাকচ করে দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। 

কিন্তু ২৯ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ ওই নিষেধাজ্ঞার ওপর ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন।

আবার ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না।

পরে এ সিদ্ধান্তের ওপর ৯ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ। 

Comments