‘জনগণ আমাদের ভোট দিয়ে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত করেছে’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়। এটাই হচ্ছে বাস্তবতা আর সেটাই আপনারা দেখতে পাচ্ছেন।'
আজ সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত ১১টি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। স্যাটেলাইট যুগের বাংলাদেশ। পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আমরা পরমাণু শক্তির সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমরা পরমাণু বোমা বানাবো না কিন্তু আমরা বিদ্যুৎ তৈরি করছি। আমরা অন্তত সেটুকু করতে পেরেছি, পরমাণু ক্লাবে যোগদান করতে সক্ষম হয়েছি।'
'আমরা আজকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ব্যতি-ব্যস্ত, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, করোনাভাইরাসের অতিমারি, সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে আজকে ধনী দেশগুলো হিমশিম খাচ্ছে। তারপরও বাংলাদেশের গতিধারা আমরা অব্যাহত রেখেছি। আমরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি,' বলেন তিনি।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশের উন্নয়ন শুধু আর্থ-সামাজিক উন্নয়ন না, প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য কিন্তু আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।'
তিনি আরও বলেন, '২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের যে উন্নয়ন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মাথাপিছু আয় ২ হাজার ৫২৪ মার্কিন ডলারে উন্নীত করা, চিকিৎসা সেবা গণমানুষের কাছে পৌঁছে দেওয়াসহ সব ক্ষেত্রে আমরা কাজ করছি।'
আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করছি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'এটা সম্ভব হয়েছে আজকে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে বলেই। জনগণ আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে, ২০১৮ সালে নির্বাচিত করেছে তার একটি মাত্র কারণ আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়। এটাই হচ্ছে বাস্তবতা আর সেটাই আপনারা দেখতে পাচ্ছেন।'
'আজকের বাংলাদেশ; ১৪ বছরের মধে যে পরিবর্তনটা হয়েছে, আমি আশা করি, এটা সবাই একটু বিশেষভাবে লক্ষ করবেন আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। এই দেশটা জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীন করেছি। কাজেই আমাদের একটা দায়িত্ব আছে দেশের জন্য, জনগণের জন্য। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা দেশ চালাই। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো,' বলেন তিনি।
Comments