শ্রীপুরে বিএনপির পদযাত্রা থেকে ‘অস্ত্র’ উঁচিয়ে হামলা করা যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলাকারী জাহিদুরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তার কাছ থেকে জব্দ করা অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষার পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরের শ্রীপুরে পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগের অফিসে হামলা করা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: জাহিদুল ইসলাম জাহিদ

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলাকারী জাহিদুরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তার কাছ থেকে জব্দ করা অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষার পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার ভোরে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলন করে তাকে গ্রেপ্তারের কথা জানান।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা আছে। এসব মামলায় তিনি জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

পদযাত্রা থেকে বিএনপি কর্মী পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ আওয়ামী লীগের। ছবি: সংগৃহীত

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, জাহিদুলের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। একেকজন এককে ধরনের কথা বলছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

 

Comments