‘হয় আমরা থাকব, না হয় সরকার থাকবে’

রাজশাহীতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে সাগরপাড়া থেকে গৌড়হাঙ্গা পর্যন্ত বিএনপির পদযাত্রা। ছবি: আনোয়ার আলী/স্টার

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার। হয় আমরা থাকবো না হয় সরকার থাকবে।'

আজ শনিবার বিকেলে রাজশাহী নগরীর সাগর পাড়া এলাকায় বিএনপির পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় দুলু বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আন্দোলনে প্রথমে আমরা জনগণকে সম্পৃক্ত করব। এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার। হয় আমরা থাকব না হয় সরকার থাকবে।'

তিনি আরও বলেন, 'এ আন্দোলনে জনগণের সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যেন তারা নিজের ভোটের অধিকার আদায় করতে পারে, দ্রব্যমূল্যের প্রতিবাদ জানাতে পারে।'

রাজশাহীতে আজ বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমটি সাগরপাড়া থেকে গৌড়হাঙ্গা পর্যন্ত অনুষ্ঠিত হবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে। 

অপরটির ভুবনমোহন পার্ক থেকে গৌড়হাঙ্গা মোড় পর্যন্ত নেতৃত্বে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

টুকু বলেন, 'আওয়ামী লীগ বিএনপিকে জোর করে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর জন্য বারবার উস্কানি দিচ্ছে। তাদের সাহস নেই যে তারা স্বাধীনভাবে কোনো কর্মসূচি ঘোষণা দেয়। তারা গায়ে পড়ে বিএনপিকে সংঘর্ষে নামাতে চাচ্ছে।'

রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি। ছবি: আনোয়ার আলী/স্টার

'বিএনপি যখন কোনো কর্মসূচি দিচ্ছে, কর্মসূচি বানচাল করার জন্য আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে, যেন বিএনপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর তারা রাষ্ট্রকে ব্যবহার করে মামলা দিয়ে, বিএনপি নেতাকর্মীদের জেলে ঢোকাতে পারে,' যোগ করেন তিনি।

টুকু বলেন, 'সেই সম্ভাবনা নেই। জেলে ঢুকিয়ে মানুষের কন্ঠস্বর রুদ্ধ করা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র আবার ফিরে আসবে। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আজকে মানুষ জেগে উঠেছে। অত্যাচার নির্যাতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পক্ষে জীবনধারণ করা কঠিন হয়ে গেছে। মানুষ আজ বাজারে গিয়ে খালি হাতে ফিরে আসছে। বিএনপি তাই মানুষের পক্ষ নিয়ে আন্দোলন করছে। তাই মানুষ আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে।'

'সরকার ভয় পেয়ে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় বাধা দিয়েছে' উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, 'বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। যে পুলিশ আমাদের জনগণের জীবন রক্ষা করার কথা তারা জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে।' 

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'জনগণ জেগে উঠেছে। তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ রাজপথ থাকবে।'

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by Arakan Army, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

1h ago