বিএনপির ভরসা এবার ‘রাজনৈতিক টোকাই’: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভরসা এবার ‘রাজনৈতিক টোকাই’।
হাছান মাহমুদ
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভরসা এবার 'রাজনৈতিক টোকাই'।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

বিএনপি বলেছে তারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না—এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। দেশের নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং উনারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও যাওয়ার কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি, সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।'

'আমি আশা করব, আগামী নির্বাচনে তারা (বিএনপি) যেন ৩০টির বেশি আসন পায়,' বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, 'গতবার ড. কামাল হোসেন সাহেবকে তারা হায়ার করেছিলেন। কামাল হোসেন সাহেব হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেননি। মাত্র ৭টি আসন বিএনপি পেয়েছিল। এবার দেখা যাচ্ছে তারা অনুবীক্ষণিক দলগুলোর ওপর ভর করেছে। রাজনীতিতে যারা রাজনৈতিক টোকাই, তাদের ওপর ভর করেছে। বিভিন্ন দলীয় মোর্চা গঠন করেছে। সব দল মিলিয়ে ৫২ দল হয়েছে।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২টি দলের নাম মুখস্ত বলতে পারলে তাকে ধন্যবাদ জানাবেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago