সিলেট বিএনপির কমিটিতে প্রথম সদস্য ‘নিখোঁজ’ ইলিয়াস আলী

ilias ali
এম ইলিয়াস আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের ১ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আর এ কমিটিতে প্রথম সদস্য হিসেবে নাম রাখা হয়েছে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে 'নিখোঁজ' হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে।

সিলেট-২ আসনের সাবেক এ সংসদ সদস্য সে সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গতকাল রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে।

কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।

কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন।

গত বছরের ২৯ মার্চ বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ১ হাজার ৭২৬ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বিএনপির জেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'গত বছর বন্যা পরিস্থিতির কারণে এবং তারপর ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন বিলম্বিত হয়েছে।'

'আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে "গুম" করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা সিলেটের এই জনপ্রিয় নেতাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago