নাগরিক হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি: জাহাঙ্গীর

মনোনয়নপত্র জমা দিতে বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটির সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, 'নির্বাচন আইনে যে পদ্ধতিতে নির্বাচন করতে হয়, গণতন্ত্র রক্ষার স্বার্থে যে পদ্ধতিতে নির্বাচন করতে হয় আমি সেই পদ্ধতিতে একজন নাগরিক হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি।'

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের ও মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় জাহাঙ্গীর বলেন, 'আমি জানি আমার ক্ষতি করা হতে পারে। কিন্তু আমি আমার মায়ের জন্য জীবন দিতে প্রস্তুত। আমার জীবন থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু আমার মা আছেন আমি চাই আমার মা সুস্থ থাক।'

'আমি ১৮ মাস মিথ্যার দায় বহন করছি। এটা থেকে আমি মুক্তি পেতে চাই,' যোগ করেন তিনি।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জয়লাভের পর ২০১৮ সালের ২৭ জুলাই গাজীপুর সিটির মেয়র হিসেবে শপথ নেন জাহাঙ্গীর। ২০২১ সালের ১৯ নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের ৭ দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, '২০১৮ সালে লাখ লাখ ভোটারের ভোটে নির্বাচিত মেয়র আমি। আমার বিরুদ্ধে কী হয়েছে, আপনারা জানেন। নগরবাসী আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছিল। সে হিসেবে আমি বলতে চাই, আমি যদি এই শহরের মানুষের উপকার করে থাকি, ভালো কিছু করে থাকি, তাহলে তাদের পায়ে হাত দিয়ে বলছি আমি সবার কাছে সহযোগিতা চাই।'

'কিছু লোক গাজীপুর মহানগরকে ধ্বংস করতে চাইছে' দাবি করে তিনি বলেন, 'পাঁচ বছরের নির্বাচিত মেয়র আমি। আমার কিন্তু পাঁচ বছর এখনো যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব নাগরিকদের প্রতি আমি অনুরোধ করব, আমার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, একজন জনপ্রতিনিধির ওপর যদি এসব করা হয় তাহলে ভবিষ্যতে রাষ্ট্রের যেসব বিশ্বাসের জায়গা আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে।'

'আমি মনে করি আমি এ শহরের মানুষে সঙ্গে ছিলাম, আছি, থাকব। আমি এই শহরের মানুষকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করার জন্য প্রস্তুত,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে শহরের মানুষ ভোটের মাধ্যমে বিচার করবে। আর যদি ভালো কিছু করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই ভোটের মাধ্যমে জয়লাভ হবে। সত্যের জয় হবে।'

'যারা প্রার্থী হয়েছেন তারা সবাই ভালো। আমি কারও বিরুদ্ধে যাব না। আমি আমার নীতি, আদর্শ ও মায়ের জায়গায় থাকতে চাই। সেজন্য আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই,' যোগ করেন জাহাঙ্গীর।

 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago