লোডশেডিংয়ের প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির অবস্থান

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
লোডশেডিংয়ের প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির অবস্থান-স্মারকলিপি। ছবি: স্টার

দেশে 'অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির' প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

পাশাপাশি এ বিষয়ে বিদ্যুৎ অফিসগুলোতে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

ফরিদপুরে 'পুলিশের বাধায়' বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারেনি বিএনপি

পূর্বঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও ফরিদপুরে পুলিশের বাধার কারণে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বিদ্যুৎ অফিসে স্মারকলিপি জমা দিয়েছে।

ফরিদপুরে ‘পুলিশের বাধায়’ বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারেনি বিএনপি। ছবি: স্টার

সকাল সাড়ে ১০টা থেকে শহরের কাঠপট্টি এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এর আগে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি বড় দল ওই এলাকায় অবস্থান নেন এবং বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে চৌরাস্তা বেড়িকেট দিয়ে দাঁড়িয়ে থাকেন।

বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসের দিকে এগুতে থাকলে পথে বাধা দেয় পুলিশ। সেসময় বিএনপির নেতাকর্মীরা সড়কের মোড়ে বসে পড়েন। পরে বিএনপির ৩ নেতার বক্তব্যের পর কোতয়ালী থানার ওসির প্রস্তাব অনুযায়ী বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখান থেকে ৩০০ মিটার দূরে অবস্থিত বিদ্যুৎ অফিসে হেঁটে গিয়ে স্মারকলিপি জমা দেন।

তবে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমানকে না পেয়ে উপসহকারী প্রকৗশলী হিমাদ্রী পোদ্দারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

এদিকে বিএনপির কর্মসূচির ঘোষণার পর ফরিদপুর পৌর আওয়ামী লীগের একটি অংশ বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যুৎ অফিসের সামনে "বিএনপি-জামায়াত জোটের অগ্নি সন্ত্রাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকি"র প্রতিবাদে সমাবেশ ডাকেন। পরে জেলা শ্রমিক লীগের উদ্যোগেও ওই একই জায়গায় আরেকটি সমাবেশ ডাকা হয়।

বিএনপি নেতারা যখন স্মারকলিপি জমা দিতে বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন তখন শহরের ঝিলটুলী মহল্লার চৌরঙ্গীর মোড় এলাকায় ওজোপাডিকো অফিসের সামনে শ্রমিক লীগ, পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিনিধিদের আসা ও যাওয়ার মুহূর্তে জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরের নেতৃত্বে অবস্থানকারী আওয়ামী লীগের সদস্যরা তাদেরকে কটূক্তি করেন এবং এক পর্যায়ে 'ধর', 'ধর' করে চিৎকার করেন। তবে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, 'প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এর ওপর ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা দেশের মানুষের কথা জানাতে এ কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আমরা বিদ্যুৎ অফিসে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতে পারলাম না। আমাদের এ আন্দোলন জনগণের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।'

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, 'বিদ্যুৎ অফিসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগ সভা করছিল। এজন্য সহিংসতা এড়াতে জানমলের নিরাপত্তা ও শহরের শান্তির স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।'

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২০

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ। ছবি: স্টার

পাবনা বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

মানিকগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-স্মারকলিপি

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুলজান পল্লী বিদ্যুৎ অফিসের বাইরে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মানিকগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান। ছবি: স্টার

জেলা বিএনপির সহ সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহাম্মেদ যাদু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।

বক্তারা বলেন, বিদ্যুৎখাতে সরকার সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। অবিলম্বে, এই সরকারের পদত্যাগ দাবি করেন তারা।

পরে, তারা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপকের হাতে স্মারকলিপি তুলে দেন।

নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-স্মারকলিপি

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপিডিসি'র সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা৷ পরে তারা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর কাছে স্মারকলিপি দেন৷

'অসহনীয় লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে নজীরবিহীন দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি' লেখা ব্যানারে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-স্মারকলিপি। ছবি: স্টার

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জুয়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সহ সভাপতি এসএম আসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারসহ আরও অনেকে।

চাঁদপুরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-স্মারকলিপি

বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁদপুর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এসময় দলের নেতাকর্মীরা চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁঞার কাছে একটি স্মারকলিপি দেন।

চাঁদপুরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-স্মারকলিপি। ছবি: স্টার

সেসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপি নেতা জসিমউদদীন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবুসহ বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও পাবনার নিজস্ব সংবাদদাতাদের পাঠানো তথ্য থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

5h ago