বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা কাউকে দেওয়ার পক্ষপাতী না: মির্জা ফখরুল
সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে 'সর্বৈব মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন' বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এই কথা বলেন।
তিনি বলেন, 'এটা (প্রধানমন্ত্রীর বক্তব্য) সম্পূর্ণভাবে বানোয়াট, ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা কথা। এই কথাগুলো বলে উনি কিছু সুবিধা পেতে চান।'
গতকাল বুধবার সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এখনও যদি বলি যে, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই, আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না।'
'২০০১ সালে বিএনপি 'গ্যাস বিক্রি করার' মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। এখন তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম।'
তবে সেন্ট মার্টিন দ্বীপ কাকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু বলেননি প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে ফখরুল বলেন, 'তাকে (শেখ হাসিনা) প্রশ্ন করছি যে, তাহলে কি নিশ্চিত হয়ে গেছে যে উনি ক্ষমতায় থাকতে পারছেন না, নিশ্চিত হয়েছেন?'
'বিএনপি দেশ বিক্রি করেনি, স্বাধীনতা রক্ষায় কাজ করেছে'
মির্জা ফথরুল বলেন, 'বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় ত্যাগ স্বীকার করে এসেছে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন।'
'পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তখনও তিনি পুরোপুরিভাবে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন। আজ পর্যন্ত কখনো কেউ বলে নাই যে, বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের কোনো জিনিস দিয়ে দিয়েছে।'
তবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'তাদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে বহু অভিযোগ আছে। নিজেও (শেখ হাসিনা) বলেছেন, আমরা তো সব দিয়ে দিয়েছি… বলে নাই? কাকে দিয়েছেন? সেই বিষয়টা আপনারা জানেন।'
'শেখ হাসিনা প্রতি আহ্বান'
মির্জা ফখরুল বলেন, 'আমার তার (শেখ হাসিনা) কাছে আহ্বান… এখনো সময় আছে দয়া করে জনগণের যে ভাষা, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা সেটা দেখুন। জনগণ চাইছে এই মুহূর্তে আপনারা সরে যান।'
'আমি আজ পর্যন্ত একজন রিকশা শ্রমিক পাইনি, একজন সিএনজি চালক পাইনি, যে গার্ডের কাজ করে, দোকানে কাজ করে এমন একজন পাইনি যে বলবে, হাসিনা থাকুক। কিছু সুবিধাভোগী এবং বেআইনিভাবে অর্থ উপার্জনকারী উচ্ছিষ্টভোগী লোক ছাড়া একথা আর কেউ বলেছেন না।'
তিনি বলেন, 'পত্রিকায় এসেছে যে, সাহায্য চাওয়ার কথা বলেছেন। এটা তো পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন আপনারা সবাই সেটা জানেন। একবার ভারতের কাছে বলেছেন, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও বলেছেন যে, আপনারা একটু সাহায্য করেন যাতে করে বিএনপি নির্বাচনে আসে, তাদের যেন সাহায্য করেন… আবার যেন তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়। উনি স্বীকার করেছেন।'
সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে বাংলাদেশ কূটনীতিকভাবে সমস্যার মুখে পড়তে পারে বলেও মনে করছেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'একটা দেশকে সেন্ট মার্টিন দেওয়ার কথা বলেন। আপনি চিন্তা করতে পারেন যে, সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে?'
তিনি বলেন, 'তারা (যুক্তরাষ্ট্র) কালকেই বিবৃতি দিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং তারা এভাবে কোনো কথাই বলতে পারে না।'
সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মো. মনির হোসেন, আনম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিন যুব দলের সাঈদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক এনাম, মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাইদ মোরশেদ পাপ্পা, মহানগনর দক্ষিন কৃষক দলের হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা ও পূর্ব ছাত্র দলের মোহাম্মদ আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Comments