বুধবারের সমাবেশে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির বুধবারের সমাবেশে আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বেইলি রোডের কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের আবেদনপত্র জমা দেন।

মিটিং শেষে সাংবাদিকদের আবুল খায়ের ভূঁইয়া বলেন, 'আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছি এবং আমাদের বুধবারের সমাবেশ সম্পর্কে তাদের লিখিতভাবে জানিয়েছি। সমাবেশ আয়োজনে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি।'

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হবে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

অনুমতি মিলেছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা আমাদের কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেছি। আমরা তাদের আচরণে নেতিবাচক কিছু দেখিনি। আমরা আশা করি তারা আমাদের সহযোগিতা করবে।'

Comments

The Daily Star  | English

Newly formed BWTCC starts allocating serials of lighter vessels

The cell also cuts freight rates by up to 5%

1h ago