আজ থেকে ঢাকা দখলে রাখা হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাব।’ 
ছবি: স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, 'আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাব।' 

আজ বুধবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, 'আগামী জানুয়ারি মাসে দেখিয়ে দেবো সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কী কী। '

নির্বাচন নিয়ে নানা 'ষড়যন্ত্র' হচ্ছে দাবি করে তিনি বলেন, 'এসব ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না।'

শেখ হাসিনাকে দেশের একমাত্র কাণ্ডারি দাবি করে তাপস বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যেভাবে বলেছিলেন, "ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।" ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকাসহ সারা দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে।'

Comments