‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা

আইইবি প্রাঙ্গণে আ. লীগ নেতাকর্মীরা

মিছিলের আগে আইইবির সামনে সংক্ষিপ্ত শোভাযাত্রার আয়োজন করা হবে।

আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রাঙ্গণে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে দলীয় স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হতে শুরু করেন।

'বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে ঢাকা মহানগর (দক্ষিণ) ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

ক্ষমতাসীন দল এ সমাবেশকে 'শান্তি ও উন্নয়ন মিছিল' হিসেবে আখ্যায়িত করলেও এটিকে বলা হচ্ছে বিএনপির পদযাত্রার পাল্টা কর্মসূচি।

মিছিল নিয়ে আইইবি প্রাঙ্গণের দিকে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: আশিক আবদুল্লাহ অপু/স্টার

আজ বিকেল ৩টায় আইইবি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজ ঘুরে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

মিছিলের আগে আইইবির সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments