আজ অনুমতি না পাওয়ায় ৪ আগস্ট ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় আগামী ৪ আগস্ট এই সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল এ ঘোষণা দেন।

তবে পুলিশের হয়রানি এড়াতে সংবাদ সম্মেলনের স্থান প্রকাশ করা হয়নি বলে দলের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।

গত ২৪ জুলাই জামায়াতে ইসলামী ২৮ জুলাই সারাদেশের প্রধান শহরে সমাবেশ, ৩০ জুলাই বিভাগীয় শহরে এবং ১ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশ করার ঘোষণা দেয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তিন দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

তবে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে—এমন কাছে গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে গতকাল ঢাকা মহানগর পুলিশ জানায়, মঙ্গলবার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago