তারেকের মামলা বিষয়ে মির্জা ফখরুল

একই ধরনের মামলায় আ. লীগের অনেক নেতা-মন্ত্রী খালাস পেয়েছেন

একই ধরনের মামলায় আ. লীগের অনেক নেতা-মন্ত্রী খালাস পেয়েছেন
নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। ছবি: স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, 'আওয়ামী লীগ সরকার অযৌক্তিকভাবে গণমাধ্যমকে ব্যবহার করছে। গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার এমনভাবে তথ্য উপস্থাপন করে যা তাদের কথাকে সত্য হিসেবে তুলে ধরে, অন্য সব দৃষ্টিভঙ্গিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডে বিস্ময় প্রকাশ করে ফখরুল বলেন, 'একই ধরনের মামলায় আওয়ামী লীগের অসংখ্য নেতা, মন্ত্রীসহ অনেককের জামিন দেওয়া হয়েছে। এমনকি তাদের কেউ কেউ খালাসও পেয়েছেন।'

ফখরুল আরও উল্লেখ করেন, 'শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের ১৫টি মামলা ছিল, তারপরও কৌশলে নিয়োগপ্রাপ্ত বিচারকদের মাধ্যমে পরিকল্পিতভাবে ওই মামলাগুলো খারিজ করা হয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের কারসাজির বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে।'

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর
চলমান এক দফা আন্দোলন বন্ধ করা হবে না উল্লেখ করে বলেন, 'আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না।'

ফখরুল সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, 'বিএনপি আগামীকাল (শুক্রবার) সারাদেশের মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।'

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

15m ago