সরকার পতনের দাবিতে আগামী ২ দিনের মধ্যে নতুন কর্মসূচি আসছে: মির্জা ফখরুল

রাজধানীর উত্তর বাড্ডায় গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রবীর দাশ/স্টার

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২ দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল শেষে তিনি এ কথা বলেন।

এর আগে, উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে গণমিছিল-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল বলেন, 'এই আওয়ামী লীগের সরকার আমাদের সব অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। সংসদকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে বিচার বিভাগকে। বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের শুধু জেল দেয়, কারাগারে পাঠায়।'

তাতে কি আন্দোলন বন্ধ করা যাচ্ছে, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, 'যতই কারাগারে ঢোকাও, যত জেলে দাও, যতই নির্যাতন করো, যতই টিয়ার গ্যাস মারো, যতই লাঠিপেটা করো—এবার গণতান্ত্রিক অধিকার আদায় না করে মানুষ ঘরে ফিরে যাবে না।'

নির্বাচন কমিশনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, 'কী লজ্জাহীন এরা। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে, দুটি দলকে নিবন্ধন দিয়েছে। কেউ চেনে না।' 

কেন নিবন্ধন দিয়েছে, সে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, 'এদের দিয়ে তারা (সরকার) নির্বাচন নির্বাচন খেলা খেলবে। সেই খেলা এবার খেলতে দেওয়া হবে না।'

সমাবেশে সরকারের বিরুদ্ধে ২০১৪ ও ২০১৮ সালে মতো আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারার অভিযোগ করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, 'তারা মনে করেছে, এইভাবে ক্যারিকেচার করে ডিগবাজি খেয়ে খেয়ে চৌদ্দ আর আঠারোতে যে নির্বাচন করেছে, আবারও ওই নির্বাচন তেইশে ( ২০২৩) করে ক্ষমতায় যাবে। এ দেশের মানুষ যেতে দেবে?'

মির্জা ফখরুল বলেন, 'এই দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ; সব রাজনৈতিক দল; সব দেশপ্রেমী মানুষের একটাই আওয়াজ—সেই আওয়াজ হচ্ছে, এই অবৈধ ফ্যাসিবাদী হাসিনার সরকার নিপাত যাক, নিপাত যাক।'

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

17m ago