সরকার গুম-খুন-গ্রেপ্তার করতে পারবে, জোয়ার ঠেকাতে পারবে না: মির্জা আব্বাস

সরকার গুম-খুন-গ্রেপ্তার করতে পারবে, জোয়ার ঠেকাতে পারবে না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

এই সরকার কিছু মানুষকে হত্যা করতে পারবে, গুম-খুন-গ্রেপ্তার করতে পারবে কিন্তু গণতন্ত্রকামী মানুষের জোয়ার ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, 'সরকারি পোশাক পরা ভাইরা মনে রাখবেন, এ দেশের মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আপনার অস্ত্র কেনা হয়।'

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত শিশু-কিশোর-বৃদ্ধ সবার মুখে একটাই কথা; শেখ হাসিনার পতন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় আজকের সমাবেশে আসার সময় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। প্রশাসন দেশের মানুষের সেবক, শাসক না! একবার ভাবুন দেশটা আমাদের সবার, আমাদেরই আমাদের দেশকে বাঁচাতে হবে। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।'

রাত ৯টার দিকে খুলনার শিববাড়ী মোড়ে পাবলিক হল চত্বরে এসে পৌঁছে রোড মার্চ।

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago