ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধের চেষ্টা জামায়াতের

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে জামায়াতের নেতাকর্মীরা রেললাইন অবরোধের চেষ্টা করে।
ছবি: সংগৃহীত

অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধের চেষ্টা চালায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

আজ বুধবার সকাল ৬টার দিকে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর ও বিভিন্ন শাখা সংগঠন এই কর্মসূচি পালন করে।

গাজীপুরের  জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন অবরোধে গাজীপুর মহানগর জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী প্রমূখকে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া দ্য ডেইলিকে বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে জামায়াতের নেতাকর্মীরা রেললাইন অবরোধের চেষ্টা করে। সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দ্রুত ব্যবস্থা নিলে তারা পালিয়ে যায়।

রেলওয়ে পুলিশ জানায়, টঙ্গী- জয়দেবপুর রেলপথে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে তারা রেললাইনের উপরে ব্যানার নিয়ে রেলপথ অবরোধের চেষ্টা করে।

এছাড়াও জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখা, জয়দেবপুর ও শ্রীপুরে তারা রেললাইন অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়। অন্যদিকে কোনাবাড়িতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের নতুন বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে জামায়াত ঝটিকা মিছিল করে বলেও জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Bus services halted in Khagrachhari; transport strike in Rangamati

This comes in the wake of a 72-hour blockade imposed by hill student organisations

28m ago