মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে আগুন

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা দুই দিনের অবরোধের মধ্যে আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে আগুন,
মিরপুরে মেট্রো রেলের স্টেশনের নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন। ছবি: সংগৃহীত

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা দুই দিনের অবরোধের মধ্যে আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অজ্ঞাত ব্যক্তি মিরপুর-১০ এ মেট্রো রেলের স্টেশনের নিচে বাসটিতে আগুন দেন। পরে বাসের চালক ও তার সহকারী অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পাই আমরা। এর পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। তবে আমাদের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ম্যানেজার কামরুল হাসান বলেন, এই বাসটি চুক্তিভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের কাজে ব্যবহার করা হতো। যাত্রীদের নামিয়ে খালি বাসটি ফিরে আসার সময় এতে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, বাসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও তিনটি সিট পুড়ে গেছে।

Comments