রাজনীতি

বিএনপি অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: সালমান এফ রহমান

‘প্রতিযোগিতা হবে কিন্তু আমি আশাবাদী যে আমি জিতব।’
বিএনপি অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সালমান এফ রহমান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বিএনপি অংশ না নিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে।

আজ সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, 'প্রায় দুই হাজার কোটি টাকার একটা প্রকল্প নিয়ে প্রায় পুরো পদ্মার একটা বাঁধ নির্মাণ হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে। সেটা বিরাট বড় একটা কাজ। এটা ছাড়া আমরা যেটা করেছি, এলাকাতে কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, অনেকগুলো জায়গায় অনেক কাজ হয়েছে। রাস্তাগুলো হয়েছে, ব্রিজ-কালভার্টগুলো করা হয়েছে। আমার এলাকায় আমি দেখেছি, প্রত্যেকের ব্যক্তিগতভাবে তাদের জীবনের মান উন্নত হয়েছে।'

আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, আজকে তার মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে মনে করছেন—জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, 'আমি মনে করি, অনেকটাই হবে। উনি আরেক পার্টির কো-চেয়ারম্যান। গতবারও আমার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন। আমি স্বাগত জানাই, উনি যে এসেছেন। নিশ্চিতভাবেই প্রতিযোগিতাটা হবে। জাতীয় পার্টির আমার এলাকায় একটা হোল্ড আছে। প্রতিযোগিতা হবে কিন্তু আমি আশাবাদী যে আমি জিতব।'

যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না, সে ক্ষেত্রে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন; গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটার সঙ্গে আমি একমত নয়। গ্রহণযোগ্য হবে, আপনারা দেখেছেন, অনেক দলগুলো এখন অংশগ্রহণ করছে।'

তিনি বলেন, 'আমি মনে করি, ভোটাররা আসবে। যেখানে প্রতিযোগিতা আছে সেখানে আসবে। যেখানে প্রতিযোগিতা নেই, ধরেন, জাতীয় পার্টিও নেই অথবা অন্য কোনো স্বতন্ত্র নেই, তাহলে ওখানে ভোটার টার্ন-আউট সবাই মনে করছে কম হবে। আমি কিন্তু বিশ্বাস করি, ভোটারটা তারপরও বের হবে। যেহেতু অলরেডি সারা দেশে নির্বাচন নিয়ে একটা উৎসব ভাব চলে এসেছে।

'আমাদের নির্বাচনে আপনারা জানেন, ভোটাররা সব সময় ভোট দিতে চায়। এটা উনাদের একটা মৌলিক অধিকার। আমি বিশ্বাস করি, ভালো ভোটার টার্ন-আউট হবে,' যোগ করেন তিনি।

Comments